মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ছাত্রসংসদ) গঠনের লক্ষ্যে গতকাল (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিভিন্ন ছাত্রসংগঠন, জেলা ভিত্তিক সংগঠন, সাংস্কৃতিক ও সেবামূলক ক্লাবের প্রতিনিধি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আজ বুধবার (২২ অক্টোবর)বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর, অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভাগসমূহের মাধ্যমে খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করা হবে।
শিক্ষার্থীদের মতামত গ্রহণের জন্য ২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অফিসিয়াল ই-মেইল ঠিকানায় নিজেদের মতামত পাঠাতে পারবেন।
প্রাপ্ত মতামত পর্যালোচনা শেষে ৩নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশোধিত খসড়া প্রস্তুত করে ৪ নভেম্বর ২০২৫ তারিখে তা পুনরায় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন, জেলা ভিত্তিক সংগঠন, সাংস্কৃতিক ও সেবামূলক ক্লাব এবং প্রত্যেক বর্ষের শ্রেণি প্রতিনিধি (সিআর)–দের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
যে কোনো শিক্ষার্থী চাইলে এই আলোচনায় অংশ নিতে পারবেন। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ৮ নভেম্বর ২০২৫ তারিখে চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১১ নভেম্বর ২০২৫ তারিখে গঠনতন্ত্রের চূড়ান্ত সংস্করণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
সভায় উপস্থিত সদস্যরা জানান, প্রশাসনের কাছে গঠনতন্ত্র হস্তান্তরের মধ্য দিয়েই মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের নির্বাচনী রোডম্যাপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সরকারের অনুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের প্রত্যাশাও তারা ব্যক্ত করেন।


















