অ্যাপলের বহুল প্রত্যাশিত iPhone 17 নিয়ে এসেছে এক যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার। এখন থেকে ফোনে বাংলায় কথা বললে বিদেশি বন্ধু সরাসরি নিজের ভাষায় সেই কথাই শুনতে পাবেন।
অ্যাপলের দাবি, নতুন এই Apple AI Translate Call প্রযুক্তি রিয়েল-টাইম অনুবাদ করে দেবে, যেন দুই ভিন্ন ভাষার মানুষ একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে আলাপ করতে পারেন। উদাহরণস্বরূপ, একজন বাংলাদেশি ব্যবহারকারী যদি বাংলায় কথা বলেন, তবে তার মার্কিন বন্ধুটি একই সময়ে ইংরেজিতে সেই কণ্ঠস্বর শুনতে পারবেন।
এছাড়াও iPhone 17 সিরিজে আরও কিছু নতুনত্ব যুক্ত হয়েছে—
• কণ্ঠ অনুবাদে ন্যাচারাল ভয়েস টোন বজায় রাখা
• অফলাইনে কাজ করার সুবিধা
• উন্নত প্রাইভেসি সুরক্ষা
বিশ্লেষকরা বলছেন, এটি শুধু যোগাযোগকেই সহজ করবে না, বরং ব্যবসা, শিক্ষা ও ভ্রমণসহ নানা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।
অ্যাপল ইভেন্টে এই ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে বাংলাদেশের তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন— “এবার সত্যি সত্যিই ভাষার দেয়াল ভাঙবে।”