শাহ আলম সরকার :
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব বন্ধু দিবস—বন্ধুত্ব, ভালোবাসা, পারস্পরিক সম্মান ও সহানুভূতির মহামূল্যবান সম্পর্ককে উদ্যাপন করার দিন।
জাতিসংঘ ২০১১ সালে ৩০ জুলাইকে International Day of Friendship হিসেবে ঘোষণা দেয়। দিনটির লক্ষ্য—জাতি, সংস্কৃতি এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে বিশ্বব্যাপী শান্তি ও সৌহার্দ্য গড়ে তোলা। বিশ্ব বন্ধু দিবসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বন্ধুত্ব উদ্যাপনের উৎসব। অনেকেই তাদের প্রিয় বন্ধুদের সঙ্গে তোলা ছবি পোস্ট করছেন, শেয়ার করছেন স্মৃতিময় মুহূর্ত, আবার কেউ কেউ প্রিয় বন্ধুকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
বিশেষজ্ঞদের মতে, একজন প্রকৃত বন্ধু জীবনের প্রতিটি চ্যালেঞ্জে হয়ে উঠতে পারেন সহযাত্রী, সহায়ক ও মনোবল বাড়ানোর বড় উৎস। এই বন্ধুত্বই তৈরি করে সমাজে মানবিক বন্ধন ও সহনশীলতা। বন্ধুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি হতে পারে একটি সমাজ বদলের হাতিয়ার—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।
আজকের দিনে হোক নতুন বন্ধুত্বের সূচনা, পুরনো সম্পর্ককে আরও দৃঢ় করার অঙ্গীকার।
বিশ্ব বন্ধু দিবসে আসুন, আমরা হাত রাখি বন্ধুর হাতে—সহানুভূতি, শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধনে গড়ে তুলি একটি মানবিক বিশ্ব।


















