যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর একটি বড় অংশ সরকারি সহায়তার আওতায় রয়েছে। এমন তথ্য প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
গত ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেওয়া অভিবাসী পরিবারগুলোর মধ্যে কত শতাংশ পরিবার সরকারি সহায়তা পাচ্ছে, সে সম্পর্কিত একটি পরিসংখ্যানভিত্তিক চার্ট প্রকাশ করা হয়েছে।
ওই তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪ শতাংশ বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে।
মার্কিন সরকার অভিবাসীদের জন্য খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করে থাকে। ট্রাম্পের শেয়ার করা এই তথ্য ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ এতে অন্তর্ভুক্ত থাকলেও ভারতের নাম তালিকায় নেই। কেন ভারতকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
চার্টে অভিবাসীদের জন্মভূমি অনুযায়ী সরকারি সহায়তা গ্রহণের হার তুলে ধরা হয়। এতে দেখা যায়, ভুটানের অভিবাসী পরিবারগুলোর মধ্যে সর্বোচ্চ ৮১ দশমিক ৪ শতাংশ পরিবার সরকারি সহায়তা পাচ্ছে। এরপর রয়েছে ইয়েমেনি পরিবার, যাদের সহায়তা পাওয়ার হার ৭৫ দশমিক ২ শতাংশ এবং সোমালি পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ৭১ দশমিক ৯ শতাংশ।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবারের ৬৮ দশমিক ১ শতাংশ সরকারি সহায়তা পাচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ক্ষেত্রে ৩৪ দশমিক ৮ শতাংশ। ট্রাম্পের প্রকাশিত এই তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন ও সামাজিক সহায়তা নীতিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


















