কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।
এ সময় পশ্চিমবঙ্গের আলোচিত ও সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও তিনি সরাসরি লাঠির আঘাত পাননি, তবে আহত বিক্ষোভকারীদের রক্তে তার শার্ট রক্তে রঞ্জিত হয়ে যায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক আইডিতে রক্তের দাগ লেগে থাকা শার্টের ছবি পোস্ট করে বিষয়টি জানান ময়ূখ রঞ্জন ঘোষ।
পোস্টে তিনি লেখেন,‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫’—এবং পোস্টের সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজি যুক্ত করেন। ঘটনাটি ঘিরে কলকাতার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


















