ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওয়ানা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলা চালিয়ে অন্তত ২২ জন ইতালির নাগরিককে আটক করেছে ইসরাইল।
আটককৃতদের নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছড়ালেও ফ্লোটিলার উদ্যোগকে সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে সাংবাদিকদের মেলোনি বলেন, “আমরা যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে আনতে চেষ্টা করব। তবে আমি বিশ্বাস করি, ফ্লোটিলা ফিলিস্তিনিদের জন্য ফলপ্রসূ নয়
এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, আটক ২২ ইতালীয় নাগরিক সুস্থ আছেন এবং ঘটনায় কোনো সহিংসতা ঘটেনি। এদিকে ইসরাইলি নৌবহর আটকের ঘটনায় ইতালিজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো।
গত বুধবার (১ অক্টোবর) গভীর রাতে গাজায় যাওয়ার পথে ইসরাইলি বাহিনী ফ্লোটিলার ওপর চড়াও হয় এবং প্রায় দুই শতাধিক আন্তর্জাতিক কর্মীকে আটক করে। তাদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।
ফ্লোটিলার আয়োজকদের দাবি, আটক ব্যক্তিদের মোট সংখ্যা ২২৩ জন।