তীব্র আন্দোলন ও রাজনৈতিক সংকটের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার তার সচিবালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, “সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য” প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেছেন। নিজে স্বাক্ষরিত আরেক বিবৃতিতেও তিনি একই কারণ উল্লেখ করেন।
রাজধানী কাঠমান্ডুসহ দেশজুড়ে সকাল থেকে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। হামলার শিকারদের মধ্যে আছেন ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সদর দপ্তরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানান, বিক্ষোভে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন এবং ৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।