যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামের মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত হয়েছে। চলতি বছরে দেশটিতে এ ধরনের প্রথম ঘটনা এটি। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি গুয়াতেমালা থেকে সেখানে ভ্রমণ করে আসেন।
স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি মেরিল্যান্ডে চিকিৎসা নিয়েছেন। মধ্য আমেরিকা ও দক্ষিণ মেক্সিকোতে এর প্রাদুর্ভাব বাড়ছে এবং তা ধীরে ধীরে উত্তর দিকে ছড়িয়ে পড়ছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাউথ ডাকোটার পশুচিকিৎসক বেথ থম্পসন জানান, মেরিল্যান্ডের এই ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। আরও কয়েকটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। তবে সিডিসি ও মেরিল্যান্ড স্বাস্থ্য দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
স্ক্রুওয়ার্ম কী?
স্ক্রুওয়ার্ম একধরনের পরজীবী মাছি। স্ত্রী স্ক্রুওয়ার্ম যেকোনো উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফোটার পর শত শত লার্ভা ধারালো মুখ দিয়ে জীবন্ত প্রাণীর মাংস খেতে থাকে। সময়মতো চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।