চীনে প্রচলিত একটি প্রবাদ হলো— “পানি সৌভাগ্য বয়ে আনে।” সম্প্রতি এক নারীর জীবনে এই প্রবাদটি হুবহু ফলে গেছে। বৃষ্টি থেকে বাঁচতে লটারির দোকানে আশ্রয় নেওয়া সেই নারী হঠাৎই জিতে নিয়েছেন ১০ লাখ ইউয়ান (প্রায় ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা)।
ঘটনাটি ঘটেছে গত ৮ আগস্ট চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ইউশি শহরে। দুপুরের খাবারের পর হঠাৎ মুষলধারে বৃষ্টির কবলে পড়েন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। বৃষ্টি থেকে রক্ষা পেতে তিনি কাছাকাছি একটি লটারির দোকানে ঢুকে পড়েন।
দোকান মালিকের ভাষ্যমতে, তিনি মজার ছলেই জানতে চান, “এখানে কি স্ক্র্যাচ কার্ড আছে? যেহেতু বৃষ্টিতে আটকেই পড়েছি, তাই ভাগ্যটা একবার পরীক্ষা করি।” এরপর তিনি ৯০০ ইউয়ান দিয়ে ৩০ ইউয়ান মূল্যের প্রায় ৩০টি স্ক্র্যাচ কার্ডের একটি বই কিনে নেন। অবিশ্বাস্য হলেও সত্যি— মাত্র ষষ্ঠ কার্ড ঘষতেই তিনি পান ১০ লাখ ইউয়ানের বিশাল পুরস্কার।
জয়ের মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে ওই নারী বলেন, “আমার তো হাত-পা অবশ হয়ে গিয়েছিল। স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। হয়তো বৃষ্টির পানিই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।”
তবে লটারিতে ভাগ্য খুললেও তিনি নিজের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনেননি। পুরস্কার জয়ের পর সরাসরি কাজে ফিরে যান। এ ঘটনাটি অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে বিস্ময় ও আনন্দের ঢেউ ওঠে।


















