বাংলা ভয়েস ডেস্ক :
ভারতের গুজরাটে মাহী নদীর ওপর নির্মিত সেতু ভেঙে এক পরিবারের তিনসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত ওই সেতু আনন্দ-পাদ্রার মধ্যে সংযোগকারী একাংশ বুধবার সকালে হঠাৎ ভেঙে পড়ে।
এসময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চার দশকের পুরোনো ওই সেতু থেকে একটি গাড়ি পড়ে গিয়ে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছে।
ভদোদরা পুলিশ সুপার রোহন আনন্দের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা জীবিতদের জন্য নদীতে তল্লাশি চালাচ্ছে। এ ঘটনায় আরও নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল।