বাংলা ভয়েস ডেস্ক:
ভারতের লোকসভা নির্বাচনের বাকি আরও দুদিন। এর আগে গতকাল মঙ্গলবার রায়গঞ্জে নির্বাচনী প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের জন্য বাংলাদেশি ও রোহিঙ্গাদের দিকে আঙুল তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি-রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, আজ বাংলার যে সব ভাইবোন বিভাজনের শিকার, দেশভাগের শিকার, তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে তৃণমূল। অথচ, বাংলাদেশি-রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস এবং আইনশৃঙ্খলা নষ্ট করার অনুমতি দিয়ে রেখেছে। এরা নিজেদের ভোটব্যাংক বাড়ানোর জন্য বাংলার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।
এদিকে বিশ্লেষকরা বলছেন, মোদির তৃণমূল নেতাদের বিরুদ্ধে রোহিঙ্গা অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ যুক্তিসঙ্গত নয়। কারণ সীমান্ত রক্ষার দায় তো বিএসএফের, যা কেন্দ্র থেকে পরিচালিত হয়। তাহলে অনুপ্রবেশ হলে সেই দায় কেন্দ্র এড়ায় কী করে?