নিউজ ডেস্ক :
এক সময়ের ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি রাজনীতিতে ব্যাপক সরব। আওয়ামী লীগের রাজনীতিতে সময় দিচ্ছেন এই তারকা অভিনেত্রী। চাপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন মাহি। সেখানে স্বামীসহ প্রচার প্রচারণায় অংশ নিতেও দেখা যায় তাকে।হঠাৎ গতকাল ২৮ অক্টোবর গভীর রাতে ফেসবুক পোস্টে মাহি জানান, তার ভয় করছে। কিন্তু ভয়ের কারণ জানাননি।
মাহিয়া মাহি পোস্টে লিখেছেন: ‘আমার অনেক ভয় লাগতেসে কেনো’। মাহির এই পোস্টে অনেকেই জানতে চেয়েছেন ভয়ের কারণ।এর আগে মাহি তার ফেসবুকে গতকালের পুলিশ নির্যাতনের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন : ‘আল্লহগো’।ধারণা করা হচ্ছে, বিএনপি কর্মীদের হাতে পুলিশ সদস্যকে নির্মমভাবে পেটানো ও পরিশেষে তার মৃত্যু নিয়েই হয়তো মাহির এই পোস্ট।
এদিকে বর্তমানে বেশ কিছু ছবির কাজ আসছে তার হাতে। মাহি বলেন, ‘বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু’তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই। ওটিটির গল্প অনেক সময় বেশ সাহসী হয়। সে রকম গল্পের বেশ কয়েকটি কাজ এসেছিল। যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে জড়িয়েছি। আগে থেকেই আমার স্বামী রাজনীতিতে জড়িত। ইমেজের কথা ভেবে কাজগুলো চূড়ান্ত করিনি।’


















