নিউজ ডেস্ক :
মাত্র পাঁচ রানের জন্য ফস্কেছেন সেঞ্চুরি। হাতছাড়া হয়েছে শচীন টেণ্ডুলকারের নজির ছোঁয়ার সুযোগ। তবে স্ত্রী আনুশকা শর্মার কাছ থেকে দুরন্ত ইনিংসের জন্য বড়সড় সার্টিফিকেট পেলেন বিরাট কোহলি।নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ৯৫ রান করার পরে ভারতীয়দের প্রশংসায় ভাসছেন কোহলি। শুভেচ্ছা জানানোর সেই তালিকায় নাম লেখালেন তার স্ত্রীও। ইনস্টগ্রাম স্টোরিতে স্বামীর ভূয়সী প্রশংসা করলেন বলিউড অভিনেত্রী।ইনস্টাগ্রামে বিরাটের ব্যাটিংয়ের একটি ছবি স্টোরিতে আপলোড করেন আনুশকা। ক্যাপশনে লিখেছেন, স্ট্রোম চেজার।
রান তাড়া করতে নামলে বিরাট কোহলি আসলে একটি দুরন্ত ঝড়, সেটাই বুঝিয়েছেন। এ ছাড়াও বিরাটের আউট হওয়ার মুহূর্তটি শেয়ার করে লিখেছেন, তোমাকে নিয়ে আমি গর্বিত।রোববার (২২ অক্টোবর) ধর্মশালা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে ভারত। ২৭৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে একটা সময় পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়ে ভারত। তবে এক প্রান্তে উইকেট খোয়ালেও অন্য প্রান্তে ছিলেন বিরাট কোহলি। একেবারে নিজের মেজাজে সাজিয়ে নেন ভারতীয় ইনিংসকে। মারেন ৮ চার আর দুটি ছক্কা। কিন্তু বিশাল ছয় মেরে সেঞ্চুরি হাঁকানোর চেষ্টা কাজে আসেনি। ৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করতে পারলেই শচীনের ৪৯টি ওয়ানডে শতরানের নজির ছুঁয়ে ফেলতেন। কিন্তু বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট কার্যত ছুড়ে দেন বিরাট। তবে হতাশ হয়ে মাঠ ছাড়ার সময়েও স্টেডিয়ামের দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানান তাকে। ক্রিকেটমহলের অনেকের মতে, সেঞ্চুরির চেয়ে কোনো অংশে কম নয় ৯৫ রানের এই অনবদ্য ইনিংস।


















