নিউজ ডেস্ক :
আপাতত সিনেমা থেকে দূরে আমির খান। কবে বড়পর্দায় ফিরবেন—সেটাও জানা নেই। এদিকে আবার মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে যাচ্ছেন তিনি। অসুস্থ মায়ের সেবা করতেই সেখানে কয়েকমাস থাকবেন।কিন্তু অন্যদিকে আমিরের মুম্বাইয়ের বাসভবন ভেঙে ফেলা হচ্ছে। পালি হিল এলাকার বাসিন্দা তিনি। সেখানেই বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি আবাসনে তার ফ্ল্যাট রয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তার মধ্যে একটি ফ্ল্যাট ভাঙা হচ্ছে। নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। সেই কারণেই নাকি ভাঙা হচ্ছে।২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির। এই আবাসন ভেঙে বাংলো করতে চান অভিনেতা। যদিও অন্য আবসিকরা প্রথমে এতে রাজি ছিলেন না। তবে, মারিনা আবাসন ও পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুনর্নির্মাণ করা হবে। আগামী বছর থেকে শুরু হবে কাজ। মোটামুটি তিন বছর লাগবে প্রকল্পটিকে রূপ দিতে।


















