নিউজ ডেস্ক :
জায়েদ খান আর ট্রল যেন একে অপরের সমার্থক। নানা বক্তব্যের মাধ্যমে বছড়জুড়ে নেটদুনিয়ায় আলোচনায় থাকেন তিনি। যদিও এসব কখনও গায়ে মাখেন না, বরং সমালোচকদের গরু জবাই করে ভরপেট খাওয়াতে চান তিনি।
দেশের একটি গণমাধ্যমকে জায়েদ খান বলেন, “আমার খুব ইচ্ছা, একদিন তাদের একটা গরু জবাই করে রান্না করে খাওয়াই। তারা আমাকে এত এত ট্রল করে মানুষের কাছাকাছি পৌঁছে দিচ্ছেন। যারা আমাকে চিনতেন না, তাদের চিনিয়ে দিচ্ছেন। কয়েক দিন আগের ঘটনা। আমি রামপুরা যাচ্ছিলাম, পথে আখের রস খাব।গাড়ির গ্লাস খুলেছি, এক মুরগিওয়ালা আমাকে চিৎকার দিয়ে বলে উঠলেন, ‘আরে জায়েদ ভাই না। আসতেছি আসতেছি’। আমি তাকে বললাম, ‘আমাকে চিনলেন কীভাবে, সিনেমা দেখেছেন?’ তিনি বললেন, ‘না না, মোবাইল খুললেই তো আপনাকে দেখা যায়’। আমার অবস্থাটা এখন বোঝেন তাহলে।
এটাকে তাহলে কি আশীর্বাদ বলছেন—এমন প্রশ্নে জায়েদ খান বলেন, আশীর্বাদ কী অভিশাপ—জানি না, তবে এতে সারা দেশে আমার পরিচিতি বেড়েছে। এসব মানুষ আমাকে নিয়ে ভাবেন, আমাকে নিয়ে চিন্তা করেন।’যারা ফেসবুক পোস্টে হাসির রিঅ্যাক্ট দেন, তাদের উপদেশ দিয়ে জায়েদ খান আরও বলেন, তোমরা ক্লোজআপ কিংবা ছাই দিয়ে দাঁত মাজো কি না জানি না! তবে এত হাসি হেসো না, কিছু জমিয়ে রাখো।
তা না হলে প্রিয়জন কিংবা আপনজন মৃত্যুবরণ করলেও হাসি বেরিয়ে আসবে। এই অভ্যাস রয়ে যাবে। এসব থেকে বেরিয়ে আসো।’এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। এতে তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন। যদিও ছবিতে তার চরিত্রের ব্যাপ্তি ছিল কয়েক সেকেন্ড।


















