উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ বুধবার ফেসবুকে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে নিজেরাই সুখবরটি নিশ্চিত করেন তাঁরা।
বিয়ের ছবি শেয়ার করে রাফসান সাবাব লেখেন,“আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করলাম। একই সঙ্গে এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা। আজ, আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং এক সঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।”
ঘনিষ্ঠ সূত্র জানায়, আজ সকালে তাদের গায়ে হলুদ এবং বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা থাকলেও দুপুরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন রাফসান। তবে জানা গেছে, গত শনিবার জেফার রহমানের নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এর আগে সীমিত পরিসরে তাদের গায়ে হলুদ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আজ ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের প্রেমের গুঞ্জন শোনা গেলেও দুজনই বিষয়টি এতদিন বন্ধুত্ব হিসেবেই উল্লেখ করে এসেছেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান ও বিদেশ ভ্রমণে একসঙ্গে সময় কাটাতেও তাদের দেখা গেছে। তবে প্রেমের বিষয়ে প্রকাশ্যে কখনোই মুখ খোলেননি তারা।


















