কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে তার স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।
এর আগে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও আহসান হাবিব সেলিম নামে আরও একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জামিনের শর্ত ভঙ্গ ও নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।
মামলার বাদী রিয়া মনি অভিযোগ করেন, পারিবারিক মনোমালিন্যের জেরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে গত ২১ জুন মীমাংসার কথা বলে হাতিরঝিলের একটি বাসায় ডেকে নেন। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা রিয়া মনির বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে মারধর করে এবং তার গলা থেকে দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর ২৩ জুন হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চুরির অভিযোগে মামলা করেন রিয়া মনি। মামলার আরেক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।


















