প্রতিবেদক: শাহ আলম সরকার
“নতুন বাংলাদেশের স্বপ্ন আজও বেঁচে আছে; সেই স্বপ্নে বিশ্বাস রাখার নাম ড. মুহম্মদ ইউনুস”—এমনটাই মনে করেন উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার, সাংবাদিক ও গেজেটেড আহত জুলাই যোদ্ধা রিয়াজুল রিজু।
জুলাইয়ের উত্তাল ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেভাবে দেশবাসী একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন এখনো অনেকের হৃদয়ে জ্বলজ্বল করে।
রিজুর মতে, “তরুণ প্রজন্মের উচিত ড. ইউনুসের মতো পথপ্রদর্শককে জানা, বোঝা এবং অনুপ্রাণিত হওয়া। কারণ তিনি বিশ্বাসের সেই কণ্ঠস্বর, যিনি পরিবর্তনকে বাস্তবে রুপ দিতে জানে।”
রিজু বলেন, “ড. ইউনুস হচ্ছেন এমন একজন মানুষ যিনি শুধু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েই নয়, মানবিক চিন্তাভাবনায়ও আমাদের সামনে একটি ভিন্ন ধারা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন—আস্থা, বিশ্বাস ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
রিজু আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মের জন্য ড. ইউনুস হতে পারেন একটি আদর্শ—যাঁর জীবনের পথচলা, চিন্তা ও কাজ প্রমাণ করে, ‘অসম্ভব’ বলতে কিছু নেই। তাঁর গ্রামীণ ব্যাংক মডেল ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে এবং কোটি মানুষকে দারিদ্র্যতা থেকে মুক্তি দিয়েছে।
রিয়াজুল রিজু নিজেও সমাজ ও সংস্কৃতির নানা বিষয়ে সোচ্চার একজন নির্মাতা ও চিন্তক। তাঁর মতে, বাংলাদেশের রূপান্তরের ক্ষেত্রে এমন আদর্শিক নেতৃত্বের প্রয়োজন, যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির কল্যাণে কাজ করতে সক্ষম। আর সেই নির্ভরযোগ্যতার প্রতীক, যোগাযোগে দক্ষ হিসেবে তিনি ড. ইউনুসকে সঠিক মানুষ মনে করেন।


















