নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর উত্তরায় ধারাবাহিক নাটক হাবুডুবু’র শুটিং চলছে।
ধারাবাহিক এই নাটকে আন্দোলন পরবর্তী সামাজিক, পারিবারিক ও পারিপার্শ্বিক সমসাময়িক সমস্যাগুলো উপজীব্য করেই গল্পের পটভূমি তৈরি করা হয়েছে।
হাবুডুবু এই নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেল ফিঙে এর প্রচার করা হবে।
ধারাবাহিক এই নাটকে অভিনয় করছেন, মনিরা আক্তার মিঠু,হারুন রশীদ বান্টি,রিয়াজুল রিজু,তনামি হক,আলিফ চৌধুরী, সুমাইয়া অর্পাসহ আরো অনেকে।
হাবুডুবু নাটকের পরিচালনা সজিব চিশতি ও চিত্রগ্রাহক সোহাগ শরীফ।


















