নিজস সংবাদদাতা :
দাম্পত্য জিবনের বিভিন্ন টানাপোড়ন, চাওয়া-পাওয়ার হিসেবনিকেশ মিলাতে কখনো আমরা দ্বারস্থ হই বিভিন্ন টোটকার। কিন্তু আত্নায়ই বাস করে এর সমাধান। আত্নবিশ্বাস, পারস্পারিক বোঝাপড়া দিতে পারে দাম্পত্যসুখ। এমন একটি চমৎকার গল্পের চিত্ররূপ মিউজিক্যাল ফ্লিম পূর্ণিজল।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান মুক্ত মঞ্চে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের উন্মুক্ত করা হলে পূর্ণিজল। সাধক গীতিকার অহন শাহ, সংগীত শিল্পী লিজু বাউলার সূর ও কন্ঠে আবিদ তুষার এর পরিচালনায় রিয়াজুল রিজু ও তনামী হক এর চমৎকার অভিনয়ে এই মিউজিক্যাল ফ্লিম একটি পুর্ণাঙ চলচ্চিত্রের পরিনত হয়েছে।
এই প্রযোজনাটি “লিজু বাঊলা” ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।


















