তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
কৃষির উৎপাদন বৃদ্ধিতে আগামী ৫০ দিনের মধ্যে কৃষি কর্মকর্তাদের কর্মপরিকল্পনা দিতে নির্দেশনা দিয়েছেন কৃষি মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। তিনি কৃষকদের উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ ও তাগাদা দিয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) মৌভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউপির নোয়াগাঁও-ইছবপুর গ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের সাথে উঠান বৈঠক করেন কৃষি মন্ত্রী।
এসময় কৃষি মন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন, বেশি করে উৎপাদন বাড়ান, চাষ করেন, আমরা আপনাদের সাথে আছি। খাদ্যের মজুত বাড়ান। নিজেদের ক্রয়ক্ষমতা বাড়বে। বৈদেশিক মুদ্রা খরচ করে খাদ্য আমদানি করতে হবে না।
মন্ত্রী বলেন, চাউল আমদানি করতে হবে না। দেশে চাউলের মজুদ আছে। ভারত, ভিয়েতনাম-সহ কোনো দেশই চাউল রফতানি করবে না। আমরাও রফতানি করবো না। তবে মজুদ বাড়াতে হবে।
তিনি বলেন, সরকার সবসময় কৃষকের পাশে আছে। বেশি করে খাদ্য উৎপাদন করতে হবে। কোন জমি পতিত রাখা যাবে না। বাড়ির পাশে লাউ, শিম, করলা, শাক সবজি চাষ করতে হবে। ঘরের লাউ, উৎপাদন বৃদ্ধির জন্য সরকার সার, বীজ, কৃষি উপকরণ বেশি করে দেবে। উঠান বৈঠকে কৃষকেরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালামসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।