শাহ আলম সরকার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় ১০ নং ধুলিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। দিন ব্যাপী সুস্থভাবে সকল ভোটাররা নিজ নিজ ভোট প্রয়োগ করেন।
এ নির্বাচনে ২ জন সভাপতি প্রার্থী ,৩ জন সহ-সভাপতি প্রার্থী ও ১২ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচনের আগেই কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ডা: মোফাজ্জল হোসেন বিজয় লাভ করেন।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৭১ জন ,তার মধ্যে থেকে সংগৃহীত হয় ৯১৭ ভোট সভাপতি পদে হরিণ প্রতিক নিয়ে ৫৮৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন মাসুদ রানা। তার প্রতিপক্ষ প্রার্থী আব্দুল খালেক চেয়ার প্রতিকে পান ৩৩২ ভোট।
সহ-সভাপতি পদে দোয়াত কলম প্রতিক নিয়ে বিজয়ী লাভ করেন সাংবাদিক মুক্তার হাসান তিনি ৫০৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন এবং সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বমোট ১২ জন প্রার্থী । তাদের মধ্যে থেকে বিজয় লাভ করেন ৬ জন ।
এরা হলেন হাবিবুল্লাহ ফ্যান প্রতিক নিয়ে ৫১৬,আলাউদ্দীন মাছ প্রতিক নিয়ে ৪৯৭ ভোট, আব্দুল আলিম টিউবওয়েল প্রতিক নিয়ে ৪৮৬ ভোট ,মহির উদ্দিন আপেল প্রতিক নিয়ে ৪৮৩ ভোট, শহিদ বাস প্রতিক নিয়ে পান ৪৫৬ ভোট এবং সালা উদ্দিন কলস প্রতিক নিয়ে পান ৪২৭ ভোট। দিন শেষে কোন বিশৃঙ্খলা ছাড়াই শুষ্ঠু ভাবে ভোট সম্পন্ন হয়। এবং পরিশেষে ফলাফল ঘোষণা করা হয়।