ডেস্ক
বাংলাদেশের যেকোন বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে ‘৩৩৩’ নম্বরে (থ্রিপল থ্রি) ফোন করে অভিযোগ জানানো যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক টেলি ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এটি আগামী ৩১ জানুয়ারির মধ্যে চালু হতে পারে এই নতুন সেবা। সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
জুনায়েদ আহমেদ পলক বলেন, আমরা কল সেন্টারের একটি নম্বর বরাদ্দ করতে চাই। ৩৩৩–এর পরে আমরা একটা ডিজিট বরাদ্দ করবো। যেখানে একজন ক্রেতা, নাগরিক বা গ্রাহক ফোন করে আলু, পেঁয়াজ, ছোলা, খেঁজুরসহ সবকিছু সরকারের বেধে দেওয়া, ধরেন, কোনো একটা পণ্যের কি রেট, বাজারে কত রেট, উনি যেখানে আছেন সেখানে ওনার কাছে কোন দোকান কত টাকা চেয়েছে সেটা সুপার মার্কেট হোক বা কাঁচা বাজার হোক। সেই তথ্যটা উনি নিতেও পারবেন, দিতেও পারবেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন, মজুদ, সরবরাহ, আমদানিসহ সার্বিক তথ্য জানার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি জানান।
জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বেচাকেনা হলে, দ্রব্যমূল্য নিয়ে যেকোনো ভোক্তা বা সাধারণ মানুষ একটি নির্ধারিত টেলিফোন নম্বারে সরাসরি ফোন করে অভিযোগ করার সঙ্গে সঙ্গে, প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে হবে এবং সততার সঙ্গে কাজ করতে মন্ত্রিসভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করেই প্রকল্প গ্রহণ করতে হবে। অনিয়ম দুর্নীতির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।