অর্থনীতি ডেস্ক: শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে। গত ১ মাসের মধ্যে তা প্রায় সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিলে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়িয়েছে দেশটি। তাদের সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি বৃদ্ধি করেছে আরেক বৃহৎ উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। ফলে চাপে পড়েছে তেলবীজটির বাজার।
বুধবার (২০ সেপ্টেম্বর) সিবিওটিতে সয়াবিনের দর মাত্র শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ১৬ সেন্টে। গত ১ মাসের মধ্যে যা প্রায় সবচেয়ে কম।
আগের কার্যদিবসে (মঙ্গলবার) সিবিওটিতে বুশেলপ্রতি সয়াবিনের দাম নিষ্পত্তি হয় ১৩ ডলার ০৮ সেন্টে। গত ৫ সপ্তাহের মধ্যে যা ছিল সর্বনিম্ন। ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্র সরবরাহ প্রতিযোগিতায় সংগ্রাম করতে থাকায় এই নিম্নমুখিতা তৈরি হয়।
ব্রাজিলিয়ান শস্য সরবরাহকারী সংস্থা কোনাব পূর্বাভাস দিয়েছে, ২০২৩/২৪ মৌসুমে দেশটিতে ১৬২ দশমিক ৪ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন উৎপাদিত হবে। গত বছরের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ বেশি।
চলতি বিপণন বর্ষের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২ দশমিক ৫৬ মিলিয়ন টন সয়াবিন আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০২২ সালের একই সময়ের চেয়ে যা ২ শতাংশ বেশি।
ব্যবসায়ীরা বলছেন, মঙ্গলবার গম ও সয়াবিনের নিট বিক্রেতা ছিল কম্মোডিটি ফান্ড। আর ভুট্টা ও সয়ামিলের শীর্ষ ক্রেতাও ছিল বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠানটি।