মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর
যশোরের বেনাপোলে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির ও ফাতেমা বেগম নামে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) বিকাল ২টা ৩০ মিনিটের সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার মোজজাটেক গ্রামের শফিকের ছেলে মনির হোসেন (২২) ও বেনাপোল দিঘির পাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০)।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দিঘিরপাড় এলাকায় কাউন্সিলর আজিম উদ্দিনের বাগান বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুই জনকে হাতেনাতে আটক করে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।