মোঃ সোহাগ হোসেন, শার্শা, যশোর সংবাদদাতা
যশোরের বেনাপোলে ভারতীয় ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ আকবার আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোল পোর্টথানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মোঃ ফকির আহমেদের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা বাজারে অবস্থিত জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে আকবার আলীকে ৫০ (পঞ্চাশ) ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।