মোঃ সোহাগ হোসেন, বেনাপোল সংবাদদাতা :
যশোরের বেনাপোলে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরের বেনাপোল পোর্ট থানাথীন বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, বারপোতা উত্তর পাড়া গ্রামের মৃত নুর মহাম্মাদের ছেলে আনিছুর রহমান (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩২), মৃত চান্দালী মোড়লের ছেলে ইয়ার আলী (৩৯), ও পুটখালী গ্রামের রুহুল আমীন সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েক’জন মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোলের বারপোতা এলাকায় একটি পুকুরের পানিতে ফেন্সিডিল লুকিয়ে রেখেছে। এমন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে একটি পুকুর থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও চার জনকে আটক করা হয়।
যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ করে থাকে।
জব্দকৃত ফেন্সিডিল ও চারজন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, র্যাবের ওই কর্মকর্তা।