যশোরের শার্শায় মটরসাইলে যোগে ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারি বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি খাতুন (৪২) কে আটক করেছে র্যাব সদস্যরা।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে তাদের দুইজনকে আটক করেন। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের ১১৫ সিসির ডিসকাভার মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক দুই মাদক কারবারি হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী এলাকার আনিসুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি ও একই এলাকার বাসিন্দা শিল্পি খাতুন।

যশোর র্যাব-৬ এর অফিস সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানাধীন বাগুড়ী বেলতলা ফল বাজারের তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে ঐ দুইজন ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে নারী মাদক কারবারি শিল্পী খাতুনের হেফাজতে থাকা ২৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
যশোর র্যাব-৬ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, আটককৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শার্শা থানার (ওসি) মারুফ হোসেন জব্দকৃত মাদকদ্রব্য ও আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।


















