সুন্দরবনের কচিখালী এলাকায় অভিযান চালিয়ে তিন হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের থেকে একটি ট্রলার, ৬০০ ফুট মালা ফাঁদ, একটি ককশিট, দুইটি ছুরি জব্দ করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা আদালত আটককৃত আসামিদের কারাগারে পাঠিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)। সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নদীতে টহলের সময় সুকপাড়া এলাকায় একটি ট্রলারকে অভিযান চালিয়ে আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে হরিণ শিকারী হিসেবে পরিচিত। এদের কেউ কেউ পূর্বেও হরিণ শিকারের মামলায় সাজা খেটেছে। মঙ্গলবার রাতে তারা পুনরায় শিকারের প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।
সর্বশেষ
সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক
এই বিভাগের আরো খবর
হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার
মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১
ইমেইল: info.banglavoicebd@gmail.com
© 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.


















