সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক পৃথক তিন অভিযানে ০৪ মাদক কারবারিসহ অবৈধ মাদকদ্রব্য ১২৩ বোতল ফেন্সিডিল ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার এবং ডাকাতির সক্রিয় সদস্য গ্রেফতার।
প্রথম অভিযানঃ গত ২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৩০ ঘটিকায় যাত্রিবেশে রংপুরগামী লোকাল বাসে উঠে বাসের যাত্রিদের স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ডাকাতিসহ নারী যাত্রিদের যৌন হয়রানির অভিযোগের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় রুজুকৃত মামলা নং-৩১, তারিখ-২১ মে ২০২৫ খ্রি: ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০, তৎসহ পেনাল কোড আইনের ৩৯৬/৩৯৭ এর তদন্তে প্রাপ্ত সক্রিয় সদস্য মোঃ রাসেল (২৮), জেলা-সিরাজগঞ্জ’কে ০৬ জানুয়ারী ২০২৬ খ্রি, তারিখ রাত ১৮:১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার কামাখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
দ্বিতীয় অভিযানঃ সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জানুয়ারী ২০২৬ খ্রি. অনুমান সকাল ০৬:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন এলেঙ্গা টু ময়মনসিংহগামী রাস্তার সিএনজি ষ্ট্যান্ডে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মিনি পিক আপ গাড়ি তল্লাশি করে মাদক কারবারি ১। মোঃ আলমগীর হোসেন (৩৫), জেলা-বগুড়া, ২। মোঃ ফিরোজ হোসেন (২৭), জেলা-লালমনিরহাট, ৩। মোঃ আলম মিয়া (৪৬), জেলা-বগুড়া’দের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের নিকট অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে তাদের হেফাজতে থাকা বিশেষ কায়দার রক্ষিত ১২৩ (একশত তেইশ) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ৩,৬৯,০০০/- (তিন লক্ষ ঊনসত্তর হাজার) টাকা মাত্র।
তৃতীয় অভিযানঃ সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জানুয়ারী ২০২৬ খ্রি. ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চন্দ্রা টু টাঙ্গাইলগামী রাস্তার শিকদার স্পেশালাইজড হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে রহনপুর ট্রাভেলস নামক যাত্রিবাহী বাস তল্লাশি করে মাদক কারবারি মোঃ লাল মোহাম্মদ তরেক (৩০), জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার নিকট অবৈধ মাদকদ্রব্য হেরোইন থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে তার হেফাজতে থাকা বিশেষ কায়দার রক্ষিত ১০৪ (একশত চার) গ্রাম অবৈধ মাদক দ্রব্য হেরোইন ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন এর বাজার মূল্য আনুমানিক ১০,৪০,০০০/- (দশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।


















