যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সালমা ভূঁইয়া চায়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সালমা ভূঁইয়ার বিরুদ্ধে থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সালমা ভূঁইয়ার বিরুদ্ধে হাজারীবাগ থানায় দায়ের করা মামলার এজাহারে দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ১১৪, ১০৯, ৫০৬ ও ১৩৪ ধারার অভিযোগ উল্লেখ রয়েছে।
সালমা ভূঁইয়া হাজারীবাগ থানা যুব মহিলা লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঢাকা সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে মহিলা কমিশনার পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এদিকে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সানিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সানি একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।


















