সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামতৈল এলাকায় অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকায় অভিযানে অবৈধভাবে মাটি কাটায় জালাল আহমেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানকালে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ এবং ধামাইনগর ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


















