তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল সেখ ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে ফেসবুকের মাধ্যমে জুয়েল সেখের সঙ্গে এক তরুণীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জুয়েল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। কিন্তু বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি টালবাহানা করতে থাকেন।
গত ৯ ডিসেম্বর বিয়ের দাবিতে ওই তরুণী জুয়েলের বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় তরুণীর বড় বোন সম্পা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, জুয়েল ওই তরুণীকে বিয়ে না করলে তার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই—এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শ্লীলতাহানির মামলায় জুয়েল সেখকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।


















