সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার (১০ই ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরের উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে স্থানীয় খন্দকার ভুট্টকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “অবৈধভাবে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়ে বলেন, “উপজেলা প্রশাসনের এ অভিযান অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। অবৈধভাবে টপসয়েল কাটায় কৃষিজমি উর্বরতা হারাচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি।”


















