আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকা অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঢাকার আশুলিয়ার বড় ওয়ালিয়া এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে মো. জুয়েল (২৩), ঢাকার ধামরাইয়ের খাতরা এলাকার মো. লোকমান মিয়ার ছেলে মো. রুবেল হোসেন (২৯), মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি এলাকার আব্দুল আজিজের ছেলে মো. মোমিন (৩৩), ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার কেশালিডাঙ্গা এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. রানু মিয়া (৩৫)। তারা সবাই পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার সিন্দুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চার পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















