টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাকুর রহমান (বাবু)-এর বিরুদ্ধে যৌন নিপীড়নসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক বাবুর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট গতকাল বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে স্কুল কর্তৃপক্ষ তা প্রকাশ না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
এ সময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দ্রুত বাবুর শাস্তির দাবি জানান।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা সভাপতি ফাতেমা রহমান বীথি বলেন,“আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—আগামীকালকের মধ্যে যদি যৌন নিপীড়ক বাবুকে স্কুল থেকে বহিষ্কার ঘোষণা না করা হয়, তাহলে জেলা ছাত্র ফেডারেশন টাঙ্গাইলের সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী রবিবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নিপীড়কের দালালেরা হুশিয়ার থাকুক।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক বাবু দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি জানাজানি হলেও কর্তৃপক্ষের নীরবতায় তারা হতাশ।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, তদন্ত রিপোর্ট প্রকাশে গড়িমসি করলে শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করতে পারে।