আশুলিয়া বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়িক আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ৯অক্টোবর ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। এর আগে বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃত সে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাড়িয়াটারী গ্রামের হাকিম এর ছেলে মোঃ হামিদুল ইসলাম (৪০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার প্রিক্যাডেট হাইস্কুলের সামনে ফাঁকা জায়গা থেকে ০৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ আব্দুল হান্নান বলেন, আটক আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।