টাঙ্গাইল জেলা প্রশাসকের গাড়ি চালক ঝন্টু চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রথম নজরে আসে সাবেক জেলা প্রশাসক আতাউল গণির সময়ে।
তবে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরও এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, বিজয়া দশমীর ছুটির দিনে ঝন্টু চক্রবর্তী জেলা প্রশাসকের গাড়ি (টাঙ্গাইল-ঘ-১১-০০৫৫) নিয়ে টাঙ্গাইল পতিতালয় থেকে এক নারীকে গাড়িতে তুলে সার্কিট হাউজের দিকে আসেন। এ সময় এনডিসির অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে। এনডিসি গাড়িটি সার্কিট হাউজে আনার নির্দেশ দিলে তিনি ফিরে আসেন। ঘটনাটি টাঙ্গাইল পৌরসভার মেয়রের গাড়ি চালক সুলতানও প্রত্যক্ষ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ রয়েছে, ঝন্টু চক্রবর্তী নিয়মিতই পতিতালয় ও সার্কিট হাউজ এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের (হিজড়া) নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর বেশ কিছু ভিডিওচিত্রও পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের একাধিক কর্মচারী। ভিডিওতে তাকে সহকর্মী আরেকজন চালকের সঙ্গে এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখা গেছে, যদিও ওই সহকর্মীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অন্য গাড়ি চালক বুলবুল মোল্লা ও শামীম সরাসরি স্বীকার না করলেও ঘটনার সত্যতা এড়িয়ে যাননি। পৌরসভার গাড়ি চালক সুলতান বলেন, “আমি নিজ চোখে দেখেছি জেলা প্রশাসকের গাড়ির সামনের সিটে ওই ধরনের এক মহিলাকে।”
অভিযুক্ত ঝন্টু চক্রবর্তী প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে ভিডিওচিত্র দেখে বলেন, “ভুল মানুষই করে।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন জানান, “ঘটনাটি অনেক দিন আগের হলেও যেহেতু এখন বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তবে অভিযোগ প্রকাশ্যে আসার পর দুই সপ্তাহ পার হলেও কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।


















