আশুলিয়ায় অভিযান চালিয়ে লিটন সরকার (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতকে আদালতে প্রেরণ করেন।
এর আগে সোমবার রাতের দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সে, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কাকনা এলাকার মোঃ নাজিম উদ্দিন সরকারের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার সোহেল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দক্ষিণ গাজিরচট এলাকায় কর্তৃপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে লিটন সরকারকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।