নিজস্ব প্রতিবেদক:

যশোরের শার্শায় আলোচিত নারী মাদক কারবারি রাবেয়া (ওরফে) খাতুনের ছেলে ও বেলতলার কিশোর গ্যাং এর মূল হোতা মস্তোফা কামাল (২১) নামে এক যুবককে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা। রোববার (৯ জুন) সকালে কলারোয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মস্তোফা কামাল শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত নাজিম শেখ ও খাতুনের ছেলে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন হেলাতলা টু গনপতিপুর গামী রাস্তার উপর হইতে মস্তোফা কামালকে ১০০ (একশত) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা (শাখা) ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version