নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বের দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন।সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, রোববার রাতেও উভয়পক্ষের মধ্যে মারামারি হয় বলে জানিয়েছে পুলিশ।সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- আকবর, তাজেল, জয়নাল, শামীম, মুক্তার হোসেন, নুর হোসেন, আরিফ ও রোমান।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কায়েতপাড়ায় রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের দ্বন্দ্ব অনেক আগে থেকেই। রোববার রাতে বাড়ি ফেরার পথে রফিকুলের অনুসারী নাজমুল নামে এক যুবককে পিটিয়ে আহত করে মোশারফের অনুসারীরা। এ ঘটনার জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

উভয়পক্ষ এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় তৈরি ধারাল অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, নাওড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তারা শর্টগানের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

Exit mobile version