মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর
যশোরের শার্শায় পাচারকালে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আল মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক আল মামুন উপজেলার পাঁচভুলোট চড়পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গোগা বাজার হইতে একটি মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ইছাপুর বাজারের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ইছাপুর গ্রামস্থ হাজী নওশের আলীর বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মাদক কারবারি আল মামুন পালানোর চেষ্টাকালে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল সহ হাতেনাতে গ্রেফতার হয়।
গ্রেফতারের বিষয়টি বাংলা ভয়েসকে নিশ্চিত করেছেন শার্শা থানার (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান, তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর নামে মামলা দিয়ে সোমবার দূপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।