মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার)
টেকমাফ সদর ইউনিয়ন শিলবনিয়া পাড়া অভিযান পরিচালনা করে ১,১০,০০০ ( এক লক্ষ দশ হাজর) ইয়াবা আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে টেকনাফ থানার চৌকষ আভিযানিক টিম ২১ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টারদিকে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫), পিতা মোঃ ইউনুছ, মাতা-মৃত ধলা বানু, সাং-শিলবুনিয়া পাড়া, ৮নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার টমটম গাড়ীটি নিয়ে দ্রুত পলায়ন কালে আভিযানিক টিম ১০/১২ কিঃমিঃ পিছু পিছু অনুসরণ করিলে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়া (দক্ষিণ মাথা), ৮নং ওয়ার্ডস্থ (শাহপরীর দ্বীপ টু টেকনাফ) গামী পাকা সড়কের উপর থেকে টমটম গাড়ীসহ জনৈক মোস্তফা হাজীর ফসলী জমিতে নামাইয়া দিলে আভিযানিক দল মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম প্রকাশ নুরু টমটম গাড়ী ফেলে দৌঁড়াইয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্যবসায়ী সংঘবদ্ধ চক্রের সদস্য নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫) কে আটক করতে সক্ষম হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী তথায় টমটম চালকের আসনের সামনে হইতে ধৃত আসামী নিজ হাতে বাহির করে সকাল ০৯.০৫ ঘটিকার সময় জব্দ করেন। বর্ণিত উদ্ধারকৃত ১,১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি টমটম গাড়ী উদ্ধার করে।
আসামী নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫), পিতা মোঃ ইউনুছ, মাতা-মৃত ধলা বানু, সাং-শিলবুনিয়া পাড়া, ৮নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করেন।
উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।