শার্শা (যশোর) সংবাদদাতা
যশোরে জেলা নির্বাহী আদালতের সড়কে এক শিক্ষানবীশ মহিলা আইনজীবীকে হত্যার চেষ্ঠা করা হয়েছে। এ ঘটনায় বুধবার (৩১ শে জানুয়ারি) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করা হয়েছে। মামলা নং সি আর ২৬৮/২৪।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ শে জানুয়ারি রবিবার জুলিয়া হোসেন নামের এক শিক্ষানবীশ মহিলা আইনজীবী তার বোনের নাতী সংক্রান্ত একটি মামলার খোঁজ খবর নিতে আদালতে গেলে যশোর জেলার সদর উপজেলার দেয়ারা গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে মো: ইমরান হোসেন সবুজ ও কিসমত নোয়াপাড়া এলাকার শফিউল আলম তোতার ছেলে মো: আল আমিন ইবনে প্রত্যাশা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায় ও এলোপাথারি মারধর করে মারাত্মক আহত করে।
তার সাথে থাকা দুই ভরি ওজনের স্বর্ণলংকার ও ব্যাগে থাকা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারী দুইজন পালিয়ে যায়। উপস্থিত জনতা আইনজীবীকে আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত মো: ইমরান হোসেন সবুজ বিমান বাহিনী ঘাটি যশোরে ক্যান্টিন বয় হিসাবে চুক্তি ভিত্তিক চাকুরী করেন। মো: আল আমিন ইবনে প্রত্যাশা সম্পর্কে ইমরানের ছোট বোন জামাই। তারা দুইজন বিমান বাহিনীর দাপট দেখিয়ে বিভিন্ন অপরাধ করলেও ধরা ছোঁয়ার বাইরে থাকে।
আইনজীবী এড. জুলিয়া হোসেন বলেন, আমার বোনের নাতির একটি মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে গেলে তারা আমার উপড় আতর্কিত হামলা করে। আমার গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণলংকার ও ব্যাগে থাকা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা চাকু দেখিয়ে ছিনতাই করে। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে আহত করে। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে সু-বিচার দাবি করেন তিনি।