মোঃ সোহাগ হোসেন, শার্শা যশোর
যশোরের বেনাপোলে ৪০ (চল্লিশ) পুরিয়া হেরোইন ও ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবাবিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় ও গত শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় পৃথক দুটি অভিযানে তাদের’কে আটক করা হয়।
আটক আসামিরা হলেন, বেনাপোল বড় আচঁড়া (ট্রার্মিনাল পাড়া) এলাকার ইউসুফ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (ছট্টু) ও খুলনা রুপসা থানার রাজাপুর গ্রামের আলমগীর আকনের ছেলে মোঃ সুজন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আঁল নাহিয়ান এর নির্দেশক্রমে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বেনাপোল পোর্ট থানাধীন আঁচড়া গ্রামস্থ বাস টার্মিনাল হতে আসামি আবু বক্কর সিদ্দিক ছট্টুকে ৪০ (চল্লিশ) পুরিয়া হেরোইন ও বেনাপোল রেলষ্টেশন সংলগ্ন জামে মসজিদের সামনে হতে ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রাম গাঁজাসহ মোঃ সুজনকে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।