রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুইজন হলেন এ এইচ এম নোমান রেজা ও তানজিল হোসেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে তারা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছে ১০ লাখ টাকা দাবি করে। পরে চাপের মুখে দেলোয়ার তাদের সাড়ে পাঁচ লাখ টাকা দেন। এর পরদিন বাকি টাকা না দিলে পরিবারের সদস্যদের হুমকি দেন তারা।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হলে বৃহস্পতিবার রাতেই বিমানবন্দর এলাকা থেকে নোমানকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে ফারিয়া ও তানজিলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চার লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্যসচিব নোমান দীর্ঘদিন ধরে বড় ব্যবসায়ীদের টার্গেট করে চাঁদাবাজি করতেন। মামলা ও পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল তার মূল কৌশল।
গ্রেপ্তার তিনজনকে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


















