মো: সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার গুলশান এলাকার তার আত্মীয়র বাড়ি থেকে যৌথবাহিনি গ্রেফতার করে।
পরে ঢাকার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশান বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে একজন নিহত হয়। সেই হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৬১ জনের নামে ও অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা হয়।
সেই মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার কোর্টে হাজির করা হলে কোর্ট তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। পুলিশ তাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করে।