বাংলা ভয়েস ডেস্ক:
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে বর্তমানে ৪৫ জন শিশু আছে বলে আদালতকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। শুনানির একপর্যায়ে তিনি বলেন, আশ্রমে বর্তমানে ৪৫টি শিশু আছে। ডিবিকে বলেন তাদের নিয়ে যেতে।
আজ রোববার (৫ মে) তিন দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের উপ-পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন।
এরপর তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মাইতুল আলম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এছাড়া শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মিল্টনের আইনজীবী আব্দুস সালাম শিকদার আদালতে বলেন, যে বাচ্চাকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে সেই বাচ্চাকে আশ্রমের বাবুর্চি লিখিত স্ট্যাম্প দিয়ে দত্তক নিয়েছেন। ১৮ বছরের দাম্পত্য জীবনে তার কোনো সন্তান না হওয়ায় তিনি বাচ্চাটিকে দত্তক নিয়েছেন। এসময় ফিরিস্তি যোগে সেই স্ট্যাম্প আদালতে দাখিল করেন আইনজীবী।