মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুর উপজেলায় মিডল্যান্ড ব্যাংক মশিপুর বাজার আউটলেটের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রতিবন্ধী ও কুরআনের হাফেজদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল (৩০ জানুয়ারি) মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার মশিপুর বাজারে প্রতিবন্ধী ও কুরআনের হাফেজদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য ও মিডল্যান্ড ব্যাংক মশিপুর বাজার শাখার সম্মানিত এজেন্ট ইকবাল হোসেন নয়ন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের আউটলেটের ম্যানেজার আব্দুল ওয়াহাব লিমন, ক্যাশিয়ার উৎপল কুমার, কাষ্টমার সার্ভিস অফিসার সুব্রত কুমার ও সাগর কুমারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।