পংকজ বৈষ্ণব, কালীগঞ্জ গাজীপুর সংবাদদাতা
জাকের পার্টির বিশ্ব উরস শরীফের তারিখ ও স্থান পরিবর্তন হয়েছে।
উরস শরীফ ও ইসলামী মহা সম্মেলন ১০,১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং বিশ্বওলী মঞ্জিল বাইশরশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে।
জাকের পার্টি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে আঞ্চলিক মিশনে জাকের পার্টির – মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ১০,১১,১২, এবং ১৩ ই ফেব্রুয়ারী প্রচার প্রচারণা তীব্র গতিতে এগিয়ে।
ফুলদি বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ জুয়েল কবির বলেন, স্রষ্টার গজব থেকে যদি বাঁচতে চান, আল্লাহ পাক এর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান,তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন। এবং মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৪ ইং এ যোগদিন।
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহামানব, মহাসাধক , মহা তাপস, বিশ্ব গুরু, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেব পাক জবানে ফরমান- বাবা এমন সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরীক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। মমিন লোক সান্তি কামি মানবতা ছাড়া কেহই বাঁচিতে পারিবে না। সমস্ত পৃথিবীর লোক ভেঙ্গে চুরে জাকের পার্টির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে।
বিশ্বযুদ্ধের আসংখ্যা, প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে, যে কোন সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটেও যেতে পারে। চতুর্দিকে বিপদ আর বিপদ এবং দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে। মানুষ দিশেহারা হয়ে পড়বে তাই সকলকে উদার্ত আহবান জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলনে যোগ দিন তাহলে স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবেন – জানান ডাঃ জুয়েল কবির সাধারণ সম্পাদক জাকের পার্টি গাজীপুর জেলা।